দিনাজপুরের নবাবগঞ্জ-কাঁচদহ আঞ্চলিক সড়কের নবাবগঞ্জের গাজীপুরে কাঠবোঝাই ট্রলি উল্টে রেজাউল ইসলাম নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৭ টার দিকে নবাবগঞ্জ উপজেলার গাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক রেজাউল ইসলাম (৫০) নবাবগঞ্জের কুচদহ ইউপির জায়গীরপাড়ার সৈয়দ আলীর ছেলে। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক বিভূতিভূষণ রায় বলেন, সোমবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ট্রলি কাঠবোঝাই করে ওই সড়ক দিয়ে কাঁচদহ যাচ্ছিল। ট্রলিটি উপজেলার গাজিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি এতে ধাক্কা দেয়। এ ঘটনায় কাঠবোঝাই ট্রলিটি উল্টে চালক রেজাউল কাঠের গুঁড়ির নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রেজাউলকে উদ্ধার করেন।নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া ট্রলির কাঠের গুঁড়ির নিচ থেকে রেজাউলকে উদ্ধার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল