আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়ন অগ্রযাত্রার যে জোয়াড় তৈরি করেছেন, সেই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।’
‘আর নৌকার বিজয় সুনিশ্চিত করতে হলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করতে হবে।’
আজ মঙ্গলবার জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতাবিরোধী চক্র নির্বাচন এলেই দেশে আগুন-সন্ত্রাসের মতো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ভবিষ্যতে আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড দিয়ে যাতে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, সেজন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র মোকাবিলায় তৎপর থাকতে হবে।’
মেলান্দহের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আতাউর রহমান আলতাবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাশ্বির হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ