৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩০

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আটক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিএনপি ৫ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে রাজনৈতিক গোপন মিটিং করা অবস্থায় তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান ( ৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) এবং মোঃ আবুল কাশেম মেম্বার (৭০)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাশকতার উদ্দেশ্যে  গোপন বৈঠকের সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর