৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১৮

স্বামীর বাড়ি ফিরেই লাশ হলেন গৃহবধূ

নেত্রকোনা প্রতিনিধি

স্বামীর বাড়ি ফিরেই লাশ হলেন গৃহবধূ

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে পপি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

উদ্ধারের পর বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল পাঠায়।
মর্গে লাশ নিয়ে আসা পপির মামা রফিকুল ইসলাম বলেন, নিহতের স্বামী সাদ্দাম মিয়ার (২৫) সরাপাড়া গ্রামের কাদু মিয়ার ছেলে। দুই বছর আগে তার সাথে আটপাড়া উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও গ্রামের মৃত কাদিরের দ্বিতীয় মেয়ে পপির বিয়ে হয়। ছয় মাস আগে তাদের একটি মৃত সন্তান হয়। কিন্তু সাদ্দাম জুয়া খেলা থেকে শুরু করে সকল প্রকার নেশা করে। আর এ কারণে সে ঋণগ্রস্থ। প্রায়দিনই পপিকে মারধর করতো। মারধরের জন্য জানুয়ারি মাসে বাবার বাড়ি চলে যায়। গত বুধবার পর্যন্ত পপি বাবার বাড়িতে ছিল। সেখান থেকে ১ ফেব্রুয়ারি সাদ্দাম গিয়ে তাকে নিয়ে আসে। বুধবার ভোরে খবর পাই রাতে পপিকে মেরে বাইরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে গেছে সাদ্দাম। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

রফিকুল ইসলাম আরও জানান, লাশের গলায় ও হাতে কালো দাগ রয়েছে। সন্দেহ হচ্ছে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমার বোনের চারটি মেয়ে। কোনও ছেলে নেই। অভাবের সংসার। তাই ছোটবেলাতেই বিয়ে দিয়ে ফেলেছিল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় তাই নেওয়া হবে।

লাশের গলায় কালো দাগ রয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর