ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ আরো দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চর ঝাউকান্দার পদ্মা নদী হতে বুধবার বেলা ১১টার দিকে একটি ও দুপুর ১২টার দিকে অপর একটি লাশ উদ্ধার করা হয়।
ওই দুর্ঘটনায় ঘটনস্থলে নিহত একজনসহ মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হলো। উদ্ধারকৃত মৃত একজনের নাম খোকন শেখ (৩৮)। তিনি সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের শমসের মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সুরমান শেখ এর ছেলে। অপরজন হলেন ফরিদপুর পৌরসভার কাফুরা গ্রামের জয় গোপাল গোস্মামীর ছেলে বলরাম গোস্মামী (৩৩)। খোকনের স্ত্রী সাহেদা বেগম ও বলরামের বড় ভাই কৃষ্ণ গোপাল গোস্মামীর নিকট লাশ হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
গত ৫ ফেব্রুয়ারি গোপালপুর মৈনুট নৌ-পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচ জন নিঁখোজ হয়।
বিডি প্রতিদিন/এএ