ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আম্বিয়া বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া বেগমের বাড়ি জেলার সরাইল উপজেলায়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে খড়িয়ালা এলাকায় রাস্তা পারাপারের সময় ওই নারী একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল