৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৪

নাটোরে দুই আইনজীবীকে সম্মাননা

নাটোর প্রতিনিধি

নাটোরে দুই আইনজীবীকে সম্মাননা

নাটোরে আইন পেশায় ৫০ বছর পূর্তিতে নাটোর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান (৮৬) ও আব্দুল গফুর মিয়াকে (৮৪) সম্মাননা জানানো হয়েছে। আজ দুপুরে সমিতির নতুন ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জেলা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্মানিত করা হয়।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সমিতির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান ও আব্দুল গফুর মিয়া আইন পেশায় ৫০ বছর পূর্ণ করায় তাদেরকে ক্রেস্ট, টুপি, জায়নামাজ ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে দুই জ্যেষ্ঠ আইনজীবী আবেগআপ্লুত হয়ে পড়েন। তাদের চোখ ভেসে যায় আনন্দ অশ্রুতে। এ সময় সমিতির তিন শতাধিক আইনজীবী জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান। সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মালেক শেখ বলেন, প্রবীণ  এই দুই আইনজীবীদেরকে সম্মানিত করতে পেরে নাটোর আইনজীবী সমিতি গর্ববোধ করছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অবদান ভুলবার নয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর