১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪২

গোপালগঞ্জে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার টিনের তৈরী বসত ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সেই সাথে তার একটি গরুরও মৃত্যু হয়েছে এবং আর একটি গরু মুমূর্ষু অবস্থায় রয়েছে। তিনি সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু, ততক্ষণে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে নিহত হয়। এসময় ঘরের একপাশে থাকা দু’টি গরুও মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমাণে ধুমপান করতেন। ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত ওই ব্যক্তি একাই ঘরে থাকতেন বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর