নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক কিশোরীকে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকা দুই আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হন ওই কিশোরী।এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি কিশোরীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- সোহান (২২), সুজন মানিক (৫৫), রাসেল (৩৬) এবং তানিয়া (২৫)।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী পাংশা থানার চর আফরা এলাকার সুজন মানিকের ছেলে সোহান এবং পাট্টা এলাকার রশন আলীর ছেলে রাসেল।
অপহৃত কিশোরীর বাবা জানান, সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে অভিযুক্ত সে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে বিয়ে করবে বলেও হুমকি দেয়। পরবর্তীতে গত ৮ জানুয়ারি তার মেয়েকে হীরাঝিল এলাকা থেকে সঙ্গীদের সহায়তায় অপহরণ করে। পরে সোহানের মোবাইলে যোগাযোগ করা হলে সে তাদের সঙ্গে নানা টালবাহানা করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরবর্তীতে শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের আজ শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম