মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফসার মাহফুজুল হক। অনুষ্ঠানে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, এমপি পত্নী লায়লা আরজুমান বানু শিলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ৪ তালা ভবন নির্মাণ উদ্বোধন, তুরস্কের নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে সম্বর্ধনা ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ