বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ম. আব্দুর রাজ্জাক।
হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফাজ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন ও আশরাফুল আলম। এছাড়া বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব শাহ, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাইদুল ইসলাম জয়।বিডি প্রতিদিন/আরাফাত