১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৫

মাদারীপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

মাদারীপুর ও কালকিনিতে কেন্দুয়া, ঘটমাঝি, ঝাউদি, ডাসার, বালিগ্রাম, লক্ষীপুর, কাজী বাকাই, বালিগ্রাম, কয়ারিয়া, বাঁশগাড়ী, সাহেবরামপুর ও এনায়েতনগরহ ২০টি ইউনিয়নে বিএনপির নেতৃত্বে ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সকল ইউনিয়ন বিএনপির পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। সকল ইউনিয়নের সভাপতিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকদের পরিচালনায় কেন্দুয়া, ঘটমাঝি ও ঝাউদি ইউনিয়নসহ সদরে অনুষ্ঠিত সকল ইউনিয়ন বিএনপির পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব মোঃ কামরুল হাসান বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর