রাজবাড়ীর পাংশা থেকে নিখোঁজের ৩ দিন পর খুন হওয়া শিশু আকাশ মোল্লা (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় উপজেলার হাবাসপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের পদ্মার চরের ভুট্টার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার ভ্যানচালক নাসির মোল্লার ছেলে। সে সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
আকাশের পিতা নাসির মোল্লা জানান, গত শনিবার বিকেল ৪টার দিকে আমি মাঠে ঘাট কাটতে যাই। এ সময় আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আকাশ ফিরে না আসায় রবিবার পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। সোমবার জানতে পারি আমাকে ছেলেকে হত্যা করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তার উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় পাংশা মডেল থানার পুলিশ সদস্যরা আকাশের মরদেহ উদ্ধার করে। খুন হওয়া আকাশকে হাত-পা বাঁধা এবং মুখের মধ্যে ভুট্টার গাছ দেওয়া ছিল।
পুলিশ সুপার এম এম শাকিল্জ্জুামান বলেন, আকাশকে খুন করা হয়েছে। এই ঘটনার জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যা কান্ডের কারণ প্রাথমিকভাবে জানা গেছে। জেলার শিশুদের রাস্তায় ভ্যান ও ইজিবাইক নিয়ে আসার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানে যাবে বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/এএম