রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন কর হয়েছে। আজ সোমবার দুপুরে পাংশা ক্রীড়া সংস্থার আয়োজনে পাংশা সরকারি কলেজ মাঠে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আয়োজকরা বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় মেহেরপুর ইয়াং ক্রিকেট একাদশ বনাম কুমারখালী ক্রিকেট একাদশের খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, পাংশা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ