নাটোরের লালপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়ায় ইট বোঝাই ট্রিলারের ধাক্কায় সম্মাতুল নামে এক বৃদ্ধা, বিলমাড়িয়ার মোহরকয়ায় মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে গিয়ে হেলপার ফরহাদ আলী ও গোপালপুর পৌর এলাকার আজিমনগর স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম নামে আরো এক বৃদ্ধা নিহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে নাটোরের লালপুরের আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত সম্মাতুল একই এলাকার বাবলু হোসেনের স্ত্রী। এর আগে আজ ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক্টরের চালকের সহকারী ছিল। নিহত ফরহাদ আলী মোহরকয়া গ্রামের অজিত মোল্লার ছেলে।
মোহরকয়া গ্রামের ঝাউতলা এলাকায় যাওয়ার সময় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে যায় চালকের সহকারী ফরহাদ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টরের চালক তসলিম উদ্দিন (২০) ট্রাক্টরসহ দ্রুত পালিয়ে যান।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামি জালসা শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধা রাবেয়া বেগম লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী।স্থানীয়রা জানান, রবিবার রাতে বৃদ্ধা রাবেয়া বেগম তার নাতনির সঙ্গে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদরাসায় ইসলামি জালসা শুনতে যান। জালসা শেষে বৃদ্ধাকে রেখে তার নাতনি বাড়ি চলে যায়। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মরদহটি রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান, নিহত কিশোর ফরহাদ ও সম্মাতুলের ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আর রাবেয়ার মৃত্যু রেল পুলিশের আওতায় হওয়ায় সে ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।