যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষকদের মাঝে উন্নত যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় কম্বাইন হার্ভেস্টার, পাওয়ার থ্রেসার, রিপার, পাওয়ার স্প্রেয়ার, সিপার ও বেড প্লান্টার দেওয়া হয় ২৬ কৃষককে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন, জেলা পরিষদ সদস্য হাকিম রাজা, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, হরিপুর চেয়ারম্যান ফারুক আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রাণী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শুভ সিদ্দিক, ছাত্রলীগের সম্পাদক রাহুল রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম