সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে।
গতকাল রবিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন। আর এর আগে রবিবার বিকেলে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান দুই জন।
নিহতরা হলেন, বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬) এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। এর মধ্যে ফারিয়া ও জেবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এওলাটিকর নামক স্থানে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদা বেগম ও নুরুল ইসলাম সাজিদ। আশঙ্কাজনক অবস্থায় আহত ফারিয়া ও জেবু বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার দিবাগত রাতে তারাও মারা যান।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল