সিলেটের জকিগঞ্জে ফুলতলী পীরের বাড়ির পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর খছরু মিয়া (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
মারা যাওয়া খছরু মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, খছরু মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুস্থতার জন্য তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। গত রবিবার বিকেলে খছরু মিয়াকে ফুলতলী পীরের বাড়ি জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টার দিকে খছরু মিয়া ফুলতলী পীরের বাড়ির পুকুরে গোসল করতে নামেন। এসময় তিনি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে আসলেও আলোক স্বল্পতার কারণে কাজ শুরু করতে পারেনি। পরে স্থানীয় লোকজন জাল ফেলে রাত পৌনে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/নাজমুল