একটি স্কুলের ভেতর থেকে মাদকসহ দুই আসামিকে হাতে-নাতে আটক করেছিল পুলিশ। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্কুল ঘিরে রেখে হামলা চালায় পুলিশের ওপর। এক পর্যায়ে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসী। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এএসআই ফরহাদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুরর একটি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ২ মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
নড়িয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার এসআই ইকবালের নেতৃত্বে চার সদস্যর একটি টিম উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুরের একটি স্কুলের মাঠে অভিযান চালায়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আসামির স্বজনরা গ্রামের ৪০-৫০ জনকে নিয়েপুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। গ্রামবাসীর হামলায় এএসআই ফরহাদ, এএসআই ফয়সাল, এসআই ইকবাল ও এসআই আকরাম আহত হয়। গুরুতর আহত অবস্থায় এএসআই ফরহাদকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিুজুর রহমান বলেন, মাদকসহ আসামি ধরা পড়ার পর আসামির স্বজনরা ৪০ থেকে ৫০ জন গ্রামবাসীকে নিয়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে রাতেই ওই দুক মাদক ব্যবসায়ীসহ ৮ আটজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন