ময়মনসিংহের ফুলপুরে হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির ৪২ নেতাকর্মীর নামে এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের আলতাব হোসেন বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি রাতে এ মামলা করেন।
মামলার বিবরণীতে অভিযোগ করা হয়েছে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও আমিনুল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে মামলার ১নং আসামি রামভদ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে সকল আসামি পরিকল্পিতভাবে বে-আইনি জনতাবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
মামলার অন্যান্য আসামিরা হলো, আমিন তালুকদার, আজহারুল ইসলাম, এনায়েত বেগ, ফজলুল হক, বিপুল ফকির, বোরহান উদ্দিন তালুকদার, আবুল কালাম, জলিল, নাছির, বারেক সরকার, আজাহার, ময়ছর, রুবেল, আব্দুস সালাম, সানোয়ার হোসেন খান, গিয়াস উদ্দিন, ফুজায়েল আলম, শাহীন ডাক্তার, চানু মিয়া, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম, মাহবুবুল আলম বুলবুল,আব্দুল আওয়াল, আব্দুল আলিম, হেলাল, নাজমুল, হাবিব, এনামুল, পলাশ সরকার, সজিব, সাইফুল ইসলাম, নয়ন, মানিক আকন্দ, কবির, নাজমুল, দুইখ্যা, তৌহিদ, মানিক মিয়া, আরিফ হোসেন ও শাহজাহান সিরাজ।
বিডিপ্রতিদিন/কবিরুল