চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে মহবুল হক (৪০) নামে এক কুমড়া ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মহবুল হক নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোডাউনপাড়ার নাইমুল হকের ছেলে। এই ঘটনায় একই উপজেলার সিমলা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ভটভটি চালক কালাম গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার ভোলারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল