গাজীপুরের কালিয়াকৈরে ভালোবাসা দিবসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে বসেছে শতাধিক অস্থায়ী ফুলের দোকান। বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেছেন তারা। এসব দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে চলছে জমজমাট বেচা বিক্রি। যেন শত বাগানের দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের সন্ধি।
লাল, হলুদ, নীলসহ বিভিন্ন রংয়ের ছড়াছড়ি। দোকান গুলোতে থরে থরে সাজানো হয়েছে নানা রকম ফুলের সাজি। বানানো হচ্ছে মেয়েদের মাথায় পড়ার রিংসহ হাত ও গলার হার। এসব ফুলের মধ্যে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ফুলের চাহিদা বেশি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কালিয়াকৈর বাজার, চন্দ্রা, ফুলবাড়িয়া বাজার, পল্লীবিদ্যুৎ, মৌচাক বাজার, সফিপুর সহ বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ডে স্থায়ী ও অস্থায়ী পসরা সাজিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা। সব দোকানেই ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। ফুলের দাম অন্যান্য দিনের থেকে কয়েকগুণ বেশি হলেও আনন্দে ফুল কিনছেন ক্রেতারা। বেশি দামে বিক্রি করে খুশি ব্যবসায়ীরাও। চাহিদার তুলনায় ফুল পাওয়া যাচ্ছে না বলেও জানান ব্যবসায়ীরা। তবে এসব দোকানে দামের ভিন্নতা দেখা গেছে। গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা প্রতি পিস। রজনীগন্ধার স্টিকসহ বিক্রি হচ্ছে দেড়শ থেকে দুইশ টাকা। ফুলে মোড়ানো মেয়েদের মাথায় পড়ানো রিং বিক্রি হচ্ছে দুইশ থেকে আড়াইশ।দোকানের রুবেল পারভেজ বলেন, গতকাল বিকেল হতে ফুল বিক্রি বেড়েছে । বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে অতিরিক্ত ফুল আনা হয়েছে। দাম একটু বেশি মনে হলেও কিছু করার নেই। কারণ আমাদের ফুল কিনতে হয়েছে তাই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল