ময়মনসিংহের ভালুকা থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করে এক চোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামের একটি বাড়ী থেকে গরুগুলো উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি সৈয়দ আলী (৪২) ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর রাতে উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবায়ের আহম্মেদ নামের এক কৃষকের প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ৭টি গরু চুরি হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটা মামলা রুজু হয়। পরে মামলা তদন্তের এক পর্যায়ে অভিযান চালিয়ে গাজীপুর জেলার ধীরাশ্রম গ্রামের সৈয়দ আলীর বাড়ীর তৈরি মাটির গর্ত থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত আছে। ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ, আল রাজি ও নুর কাশেম নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।বিডি প্রতিদিন/এএ