চুয়াডাঙ্গার দর্শনায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের দর্শনা হঠাৎপাড়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর আসে আনোয়ারপুর হঠাৎপাড়া ব্রিজের নিচে আগ্নেয়াস্ত্র আছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় চালানো হয়। এ সময় ঘটনাস্থলে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি ও একটি বিদেশি জাপানি ১১৫ মডেলের পিস্তল পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএ