১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৫

কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত

'বাঁচাই সুন্দরবন, বাঁচাই পরিবেশ, টেকসই হোক আমাদের বাংলাদেশ' এ প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াটার্স কিপার্স বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের এ কর্মসূচি আয়োজন করে। পরিবেশকর্মী ও সাংবাদিক মেজবাহউদ্দিন মাননুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মো. জাকির হোসেন,কামাল হোসেন রনি, এসকে রঞ্জন, এইচ আর মুক্তা, রাসেল মোল্লা প্রমুখ। 

বক্তারা সুন্দরবনসহ কলাপাড়ার সাগর উপকূলের বেড়িবাঁধের বাইরের প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন বনাঞ্চল সৃষ্টি ও বনাঞ্চল নিধন বন্ধের দাবি জানান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর