৩০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় কক্সবাজারে একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দণ্ডিত আসামি হলেন-কক্সবাজারের টেকনাফের সাতঘরিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মো. আইজ উদ্দিন। মামলার অপর দুই আসামি মো. হোসেনের দুই ছেলে যথাক্রমে মো. আইয়ুব ও মো. শামসুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে দণ্ডিত আসামি পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই