“সুন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন দিবস উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় শহরের ম্যানগোভ সভাঘরে শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সামাজিক ব্যক্তিত্ব শেখ আজহার হোসেন, বন বিভাগের জেলা সামাজিক বনায়ন কার্যক্রমের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ