ঐতিহ্যবাহী লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ওই বিদ্যালয়ের সামনে শহরের থানা রোডে দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পযর্ন্ত শিক্ষার্থীরা অবস্থান করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এসময় বিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা।
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, কোনো কারণ ছাড়াই বিদ্যালয়ে টিফিন বন্ধ ও বার্ষিক ম্যাগাজিন প্রকাশনা বন্ধ রাখা হয়েছে, বিদ্যালয়ের আইসিটি ও বিজ্ঞান ল্যাব অচল থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে শিক্ষার্থীদের কমনরুম, শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং পড়াতে বাধ্য করা হচ্ছে, বিদ্যালয়ের লাইব্রেরি বন্ধ রাখা হয়েছে এবং কিছু শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। বিদ্যালয়ে দরিদ্র তহবিলের টাকা থাকলে এর হিসাব নেই।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করার আগে তাদের অভিযোগগুলো বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। সকল শিক্ষকদের নিয়ে বৈঠক করে বিদ্যালয়ের টিফিন বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়ের লাইব্রেরি ও আইসিটি ল্যাব দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এগুলো দ্রুত চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, বিদ্যালয়ে কোনো শিক্ষক কোচিং চালাচ্ছেন না। এ বিষয়ে কর্তৃপক্ষ খুবই সতর্ক রয়েছেন। শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই