রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের আয়বর্ধক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে বীজ, সার ও মুরগি বিতরণ করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। পরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসক আশ্রয়ণের বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের কৃষি উপকরণ বিতরণ ও সার্বিক পরামর্শে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের সাথে জড়িতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/এমআই