সিলেটের বিশ্বনাথে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছ। আজ বুধবার উপজেলার দৌলতপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায় চক্ষুশিবির আয়োজন করে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’। চক্ষু শিবির উদ্বোধন করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হাসিন উজ্জামান নুরু। চক্ষু শিবির পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার দুস্থ ও দরিদ্র ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেয়া হয়। ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয় চোখে ছানি পড়া রোগীদের। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের স্থানীয় সহসম্পাদক শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের ইউকে শাখার কোষাধ্যক্ষ জাহির আলী। আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রবাসী উমর আলী, ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব ওয়াছে, সাংগঠনিক মিজানুর রহমান, স্থানীয় সংগঠক আবু তাহের।
বিডি প্রতিদিন/এএ