ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হন্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও বীর নিবাসের চাবি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী ফাতেমা তুজ-জোহরা, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।
সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ১১৬টি ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি, তালা উপজেলায় ৪২টি মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হয়েছ।
এ ছাড়া কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে। সারা দেশে ১৭ হাজারের মধ্যে ৫ হাজার বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন