কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বায়তুশ শরফ রোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিন দোকানের মধ্যে দুটি হোটেল ও একটি স্যানিটারী দোকান রয়েছে।
জানা যায়, ভোররাতে হঠাৎ করে আড্ডাবাড়ি নামে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশাপাশি তিনটি দোকান পুড়ে যায়। স্যানিটারী দোকানের মালিক মাওলানা মো. ইদ্রিস আহমদ বলেন, আমার দোকানের পাশাপাশি একটি গুদামও ছিল। অগ্নিকান্ডে মালামাল পুড়ে যায়।
চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক বলেন, একটি চা দোকানের ভিতরে কর্মচারি ঘুমিয়ে ছিল। তারা অগ্নিকান্ডের টের পেয়ে দোকান খুলে বেরিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। না হয় আরো দোকান পোড়ার সম্ভাবনা ছিল।
বিডি প্রতিদিন/এএম