যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
বুধবার ভোলা চরফ্যাশনের একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জ্যাকব বলেন, বাংলাদেশের জনগণের বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। অদম্য গতিতে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, উন্নয়ন ও সুশাসনের সুফল ভোগ করছে দেশের জনগণ। জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভি.পি, নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র ও প্রধান শিক্ষক দিলারা বেগম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল