জয়পুরহাটে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু প্রমুখ।
প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে পাঁচ উপজেলার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/আরাফাত