১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০৯

বরিশাল প্রেস ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল প্রেস ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বরিশাল প্রেস ক্লাবে শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রাতে সদর রোডের প্রেসক্লাব চত্ত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। 

সন্মানীত অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, এপিবিএন অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, র‌্যাব-৮ উপ অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা কমিটির আহ্বায়ক রাহাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব আরেফিন তুষার, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু।

অনুষ্ঠানে ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম ও লুডু খেলা ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। 

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাত অুনষ্ঠিত হয়। এর আগে মেয়র প্রেসক্লাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর