১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৮

অপহরণের ১২ ঘণ্টার ব্যবধানে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

অপহরণের ১২ ঘণ্টার ব্যবধানে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত অপহরণকারী জাহিদুল ইসলাম।

গাজীপুরে মুক্তিপণের দাবিতে স্কুলছাত্রকে অপহরণ করে ওই শিশুটির বাবার অফিসের এক কর্মচারী। অপহরণের ১২ ঘণ্টার ব্যবধানে অপহৃত ওই শিশুটিকে সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজি মার্কেট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। ঋণের টাকা পরিশোধ করতে শিশুটিকে অপহরণ করা হয়। 

গ্রেফতারকৃতের নাম জাহিদুল ইসলাম (২১)। সে রংপুরের পীরগাছা থানাধীন চর তাম্বুলপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জিএমপি’র কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম এ তথ্য নিশ্চিত করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকার রাজু আহমেদ স্থানীয় এক ব্যাটারি তৈরির কারখানায় সুপার ভাইজার পদে চাকরি করেন। তার ছেলে খালিদ সাইফুল্লাহ (৬) স্থানীয় মোমেনা বেগম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুলের সামনের রাস্তায় খেলাধুলা করার সময় খালিদকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অপহৃত শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন পয়েন্টে রোড ব্লক করে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে সারদাগঞ্জ কাজি মার্কেট এলাকা হতে অপহরণকারী জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই এক আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম পার্শ্ববর্তী বাসায় ভাড়া থেকে শিশুটির বাবার অধীনে একই কারখানায় কাজ করতো। সম্প্রতি জাহিদুল ঋণগ্রস্ত হয়ে পড়ে। ওই ঋণের টাকা পরিশোধ করতে মুক্তিপণ বাবদ টাকা আদায় করতে শিশুটিকে অপহরণ করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাহিদুল জানিয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর