বাগেরহাটের শরণখোলা উপজেলায় মতিউর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ বাবাকে মরিচ বাটার শিল-নোড়া দিয়ে আঘাত করে হত্যা অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর-জিবনদুয়ারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ হত্যাকারী ছেলে মো. আলাউদ্দিনকে (৩৮) ওই বাড়ি থেকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ছেলে আলাউদ্দিন তার বাবা মতিউর রহমান কাছে টাকা চায়। বাবা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে মরিচ বাটার শিল-নোড়া দিয়ে এলোপাতাড়ি আঘাতে মাথা থেতলে দিয়ে হাত-পা ভেঙে দেয়। এতে মতিউর রহমান ঘটনাস্থলেই মারা যান। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল