১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৩

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষক খুন

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষক খুন

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মান্নান মন্ডল (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মান্নান সদর উপজেলার ত্রিমোহনী সাকারিপাড়া গ্রামের মৃত মক্কেল মন্ডলের ছেলে। তিনি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে শ্বশুর  কলম জোয়ার্দ্দারের বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একই গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ তাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহত মান্নানের স্ত্রী জবেদা খাতুন জানান, বিকেলে কৃষিকাজ শেষে টিউবওয়েল গোসল করার সময় ফিরোজ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর