ময়মনসিংহের তারাকান্দায় লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহুল ভৌমিক (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে তারাকান্দা -শ্যামগঞ্জ সড়কের মুলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল তারাকান্দা বাজারের ধান ব্যবসায়ী রতন ভৌমিকের পুত্র ও তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
জানা যায়, রাহুল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি তাকে চাপ দেয়। এতে রাহুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ