শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
র্যালিটি নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু করে ২নং রেলগেট আওয়ামী লীগ কার্যালয় ঘুরে আবার খানপুর এসে শেষ করা হয়।
এ সময় র্যালিটিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ ও শব্দযন্ত্রের ব্যবহার র্যালিটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। র্যালি শেষ করে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওবায়েদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ র্যালিতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদর, বন্দর, সোনারগাঁওয়ের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন