২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:২৯

যশোরে পিস্তল-ম্যাগজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে পিস্তল-ম্যাগজিন উদ্ধার

যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে দুটি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা ২১ ব্যাটালিয়নের একটি টহল দল। 

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, ভারত থেকে একটি অস্ত্রের চালান বাংলাদেশে ঢুকবে এমন তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল রবিবার রাতে অগ্রভুলোট দক্ষিণপাড়া পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এসময় এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাকে থামার সংকেত দিলেই মোটরসাইকেল চালক পরনের লুঙ্গি ও মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে লুঙ্গির ভেতর থেকে দুটি পিস্তল, দুটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগজিন শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর