২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৫

সাগরে জলদস্যুদের হামলায় নিখোঁজ ৪ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি

সাগরে জলদস্যুদের হামলায় নিখোঁজ ৪ জেলে উদ্ধার

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির শিকার হওয়ার ঘটনায় নিখোঁজ ৯ জেলের মধ্যে চার জেলেকে সাগরে ভাসমান অবস্থায় সোমবার উদ্ধার করা হয়েছে। 

সোমবার বেলা এগারটায় দিকে বঙ্গোপসাগর থেকে ট্রলারের মাঝি শফিক, ইয়াসিন জোয়াদ্দার, জামাল ও আব্দুল হাইকে কোষ্টগার্ড সদস্যরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামে একটি মাছ ধরার ট্রলারের জেলেরা এদেরকে গভীর বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস ও মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এ ঘটনায় নিহত জেলেরা হচ্ছেন কাইয়ুম জোয়াদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল আলীম ও ফরিদ মিয়া। এদের সকলের বাড়ি বরগুনার নলী চরকগাছিয়া বলে জানা গেছে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের আছে। জেলে পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে বলে তিনি জানান। 

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস বলেন, আমরা দীর্ঘ দিন সরকারের নিকট দাবি জানিয়ে আসছি, জলদস্যুদের হামলায় নিহত-আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে বিকল্প আয়ের ব্যবস্থা করা। তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে যে সাহায্য করা হয় তা খুবই অপ্রতুল। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর