২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪৭

চুয়াডাঙ্গায় ট্রেনের যাত্রাবিরতিসহ ৬ দাবিতে কর্মসূচি ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রেনের যাত্রাবিরতিসহ ৬ দাবিতে কর্মসূচি ঘোষণা

চুয়াডাঙ্গার দর্শনায় দুটি ট্রেনের যাত্রাবিরতি, দুটি ট্রেন পুনরায় চালু এবং বাংলাদেশ-ভারতে চলাচলকালী মৈত্রী ট্রেনে আসন বরাদ্দসহ ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘দর্শনার জন্য আমরা’র আয়োজনে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে দাবি জানানো হয়, অচিরেই দর্শনায় সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতি, মৈত্রী ট্রেন দর্শনায় যাত্রী ওঠা-নামাসহ আসন বরাদ্দ এবং দুটি যাত্রীবাহী লোকাল ট্রেন পুনরায় চালু করতে হবে। অন্যথায় কঠোন আন্দোলন করা হবে।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। এসময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সদস্য মো. জাহাঙ্গীর আলম, একেএম রবিউল আলম, মো. জালাল উদ্দীন, মো. তারিকুর রহমান, আল মামুন ও মো. সেলিম রেজা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর