২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১৭

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ-সমাবেশ

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া  পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান চৌধুরী, ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। এছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর