গাজীপুরের কালিয়াকৈরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২টা ১মিনিটে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতৃত্বে প্রথম ফুল দেয়া হয়। এর পর একে একে কালিয়াকৈর প্রেসক্লাবের সাংবাদিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকালে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং সমাজকর্মীরা র্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে যারা শহীদ হয়েছেন তাদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/নাজমুল