২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩১

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহীদদের স্মরণ

সাতক্ষীরা প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহীদদের স্মরণ

সাতক্ষীরায় ভাষা শহীদদের স্মরণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত আর গভীর শ্রদ্ধায় বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

এরপর সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাব শ্রদ্ধা জানায়।

এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা অর্পণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনীতিক দল, কূটনীতিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর