মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, ভাষা আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের অন্যতম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই প্রকৃত অর্থেই বঙ্গবন্ধু একজন ভাষা সৈনিক।
মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে তিনি মহান ভাষা আন্দোলনে সরাসরি অংশ নেয়া পিরোজপুরের মৃত জালাল উদ্দিনের পুত্র হেলাল উদ্দিনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু প্রমূখ।বিডি প্রতিদিন/হিমেল