প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দিনাজপুরকে স্মার্ট দিনাজপুরে পরিণত করতে বর্ণিল আয়োজন, বেলুন, ফেস্টুন উড়িয়ে ‘স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে দিনাজপুর সরকারি মহিলা কলেজ ও চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দিনাজপুর, ঢাকা, রংপুর, রাজশাহীসহ ১২টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার ও ইয়াং টাইগার্স দল প্রতিদ্বন্দ্বিতা করে।
শুক্রবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পৃষ্ঠপোষকতায় ও এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। টুর্নামেন্টের শুরুতে জাতীয় পতাকা, গবেষণা কেন্দ্রের পতাকা ও টুর্নামেন্ট ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, স্মার্ট দিনাজপুর ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের প্রতিটি জেলায় আয়োজন করা প্রয়োজন। নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট অনুপ্রাণিত করবে। এই টুর্নামেন্ট স্মার্ট দিনাজপুর গড়ে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক জেলা ক্রীড়া সংস্থা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেটর টুর্নামেন্ট-২০২৩’ এর ট্রফি উম্মোচন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল