২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:২৮

চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বেকার যুবকদের উদ্দেশে বলেন, তোমদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। খামার গড়ে তুলতে হবে। তাহলে নিজের পাশাপাশি দেশের সফলতা আসবে। প্রদর্শনীতে অর্ধ-শতাধিক স্টল স্থান পায়। প্রদর্শনী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর