পটুয়াখালীর গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের বাস্তবায়নে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরস্থ ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমির দেবনাথ প্রমুখ।ক্যাম্পাসে ৩০টি স্টলে শংকর প্রজাতিসহ দেশি-বিদেশি গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রজাতির পাখি, হাঁস, মুরগি, কবুতর, ঘাস, কীটনাশক ইত্যাদি প্রদর্শিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ